প্রিয়মুখি বৈশাখী
প্রিন্স রোমান পিকিউ
বৈশাখে বন্ধু বেড়ে যায় ঋণ,
অথচ ফুরোবার কথা দেনা পাওনা-
নব্য নিখাদ মুক্তির দিন।
তুমুল বৃষ্টির মত, কালো ঝড়ের মত
সব ক্ষত অবিরত লোপাট কেনো হয় না?
বিহঙ্গের বঙ্গে, অঙ্গ আগুন-
নিপাত কেনো যায় না?
বন্ধু আমায় ক্ষমা করো,
আমিতো মুক্ত নই,
আমিতো সিক্ত পাপেই,
আমারো কিছু দ্বায় আছে,
বোনের কাছে, মায়ের কাছে, প্রিয়মুখি কন্যার কাছে,
আছে সামান্য কিছু দোষ, আমারো আছে।
বন্ধু, আমরা পুরুষরাই কেনো হারছি,
জীবন বাজি রেখে, শুধু সম্পর্কটাই ধরছি!
প্রিয়মুখি কন্যা, প্রিয়মুখি বোন,
কেউ যেনো তাঁদের, লুটেপুটে খেতে চায়-
কেউ কেউ সুযোগে ছিড়েফিড়ে খেয়েও যায়।
হায় ওরাও পুরুষ! আমার মুখে ছাই পড়ুক,
আমার লজ্জা হয়, বন্ধু আমায় ক্ষমা করো।
এই মানচিত্রের দেশে,
আমরাই পারছি কিছুদিন বাঁচতে!
যারা আচলে মুখ লুকাই
দিনভর কাঁদি, জোৎস্নায় অশ্রু শুকাই।
বন্ধু বৈশাখি হালখাতায়, ঋণকিছু ঢেলে দাও আরো,
যতদিন বাঁচি, ঋণ কুড়িয়েই যাই,
আমায় ক্ষমা করো,
আমিতো সিক্ত পাপেই,
আমারো কিছু আছে দ্বায়!

0 Comments