![]() |
| ছবিতে সফিউল আলম রাজা |
প্রয়াত ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক সফিউল আলম রাজা'কে নিয়ে লেখা প্রিন্স রোমান পিকিউ এর কবিতা। উল্লেখ্য, সফিউল আলম রাজা, প্রিন্স রোমান পিকিউ এর আপন মামা।
মামা শুনছ ?
প্রিন্স রোমান পিকিউ
মামা শুনছ, তোমার আকাশটা কেমন এখন?
রোজ ক'টা তারা গুনছ? মামা শুনছ?
ওখানেও কি আসর হয় বৈঠকি?
কোন সুরে গানগুলো বুনছ? মামা শুনছ?
জানো, আমি না বড্ড স্বার্থপর হয়ে গেছি,
খুব কারন ছাড়া তোমায় মনেই পড়ে না-
একদমে একবার ভাবি,
বাকিটা চাইলেও পারি না।
মানুষ এমনও হয়?
প্রিয়জন হারালেও ব্যাথা ভোলা যায়?
হায়! সত্যিই মানুষ এমনও হয়।
যেদিন তোমার দাফন হলো,
ভাবলাম আর বুঝি বাঁচব না বেশিদিন,
তুমিহীন সবকিছু বিষাঘাতের মত,
বুঝি সব-ক্ষত অবিরত আমাতেই অনাহত!
অথচ কি দিব্বি বেঁচে আছি!
খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি! অফিস করছি!
ও মামা তোমার অভিমান হয় না?
আমায় একটু বকে দাও না প্লিজ-
স্বপ্নে এসে কানটা মলে দাও না প্লিজ-
আমি তোমার গানগুলো গাইতে পারি না ইদানিং,
বুকটা কেমন দুরুদুরু লাগে,
গলা ধরে যায়, দম বন্ধবন্ধ লাগে,
স্বপ্নে এসে একবার গেয়ে যাওনা মামা-
দোতোরা, ফুলবালা, মইষাল,
কিংবা পাত্রীর গানগুলো।
আমি নিত্যই ভাবি, এই বুঝি আমায় কে ছুঁলো?
আসলেই তুমি দেখো আমায়?
মৃত-আত্মা কি মানুষ বোঝে?
মানুষের মন বোঝে?
খুব জানতে ইচ্ছে হয়,ওপারের মানুষগুলোও কি প্রিয়জন খোঁজে?
~
২৯/০৪/২০১৯জগদল, পঞ্চগড়
রোজ ক'টা তারা গুনছ? মামা শুনছ?
ওখানেও কি আসর হয় বৈঠকি?
কোন সুরে গানগুলো বুনছ? মামা শুনছ?
জানো, আমি না বড্ড স্বার্থপর হয়ে গেছি,
খুব কারন ছাড়া তোমায় মনেই পড়ে না-
একদমে একবার ভাবি,
বাকিটা চাইলেও পারি না।
মানুষ এমনও হয়?
প্রিয়জন হারালেও ব্যাথা ভোলা যায়?
হায়! সত্যিই মানুষ এমনও হয়।
যেদিন তোমার দাফন হলো,
ভাবলাম আর বুঝি বাঁচব না বেশিদিন,
তুমিহীন সবকিছু বিষাঘাতের মত,
বুঝি সব-ক্ষত অবিরত আমাতেই অনাহত!
অথচ কি দিব্বি বেঁচে আছি!
খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি! অফিস করছি!
ও মামা তোমার অভিমান হয় না?
আমায় একটু বকে দাও না প্লিজ-
স্বপ্নে এসে কানটা মলে দাও না প্লিজ-
আমি তোমার গানগুলো গাইতে পারি না ইদানিং,
বুকটা কেমন দুরুদুরু লাগে,
গলা ধরে যায়, দম বন্ধবন্ধ লাগে,
স্বপ্নে এসে একবার গেয়ে যাওনা মামা-
দোতোরা, ফুলবালা, মইষাল,
কিংবা পাত্রীর গানগুলো।
আমি নিত্যই ভাবি, এই বুঝি আমায় কে ছুঁলো?
আসলেই তুমি দেখো আমায়?
মৃত-আত্মা কি মানুষ বোঝে?
মানুষের মন বোঝে?
খুব জানতে ইচ্ছে হয়,
~
২৯/০৪/২০১৯

2 Comments
রাজা ভাই ও রাজা ভাই
ReplyDeleteরাজাকে নিয়ে লেখার জন্য ধন্যবাদ। আপনি অর কি হন?
ReplyDelete