অনিয়মে মৃত্যু না-চাই || প্রিন্স রোমান পিকিউ এর কবিতা

অনিয়মে মৃত্যু না-চাই প্রিন্স রোমান পিকিউ
প্রিন্স রোমান পিকিউ


অনিয়মে মৃত্যু না-চাই

প্রিন্স রোমান পিকিউ


পরিত্যক্ত দেহকোষ
প্রাচীন নগরি ঘুরে, ব্যর্থ সুখ খোঁজে,
যে সুখগুলো, অসুখে বিসুখে মরা প্রায়।
যেখানে দৈব ও নৈশ চিন্তনের ঘোরদৌড়।
চিত্রের ভেতর যে অঙ্কন শৈলীতা লুকানো,
চিরটাকাল তা অলক্ষনীয়।

তুমি হয়ত শিল্পীর চিত্র দেখো,
আমি চিত্রকারের ভাবনা খুঁজি,
হৃদয় নিংড়ানো যে আবেগ তা দেখি।
দেখেশুনে ইতিহাস থেকে,
হলুদ আলোর কাছাকাছি হই।

জীবন ছেড়ে সহস্র শতাধিক মাইল-
দূরে যেতে মন চায়,
মন চায়, বড্ড বেশি স্বার্থপর হয়ে যাই।
খুঁড়ে খুঁড়ে পচা বাসি গল্পগুলো
টেনে হিচড়ে সম্মুখে নিয়ে আসি।
মর চায়, অশ্লীল কালো আমাবশ্যা-গুলোকে,
লালনীল কাপড় পেচিয়ে, পর্দার বাইরে নিয়ে আসি।

মৃত্যু আমাকে যথেষ্ট সময় দিয়েছে,
কাল ফুরোবার আগেই,
রাজপথে কফিনের সন্ধান চাই,
চারজোড়া হাত, চারজোড়া পা চাই,
চাড়জোড়া কাঁধের সন্ধান চাই।
লাশের নেশায় যারা মুখিয়ে আছে,
আমি হলুদ আলোয়, তাদের পতন চাই।
মুখোশের ভেতর কালো মুখটার, পতন চাই।

যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই,
সেখানে, মৃত্যু কি খুব বেশি কঠিন?
একটা লাশ হওয়া যত সহজ,
তার থেকে অনেক বেশি কঠিন,
মৃত্যুর জন্য প্রস্তুত থাকা।
আমি প্রস্তুতি নিয়ে মরতে চাই।

হে সমাজ, হে মানবতা,
আমায় যেখানে সেখানে মেরো না,
তোমরা আমার, যেখানে সেখানে গুলি ছুড়ো না,
আমায় হরহামেশাই কুপিয়ো না,
আমায় মৃত্যুর নিয়মেই মরে যেতে দিও,
আমি মৃত্যুর নিয়মেই, লাশ হতে চাই।

~প্রিন্স রোমান পিকিউ~

Post a Comment

0 Comments