অনুভবে প্রেম দাও || প্রিন্স রোমান পিকিউ

 

অনুভবে প্রেম দাও

প্রিন্স রোমান পিকিউ


ঐ ওখানে যেখানে আকাশের সাথে

বাতাসের প্রেম হয়েছিল,

সেখানে পা দুলে বুক ফুলে হেঁটেছি আমরা।

ওখানে বলবার কেউ ছিল না,

বাঁধা দেবার কেউ ছিল না।


মাঝে মাঝে পথ আগলিয়ে

তোমার অভিমানে কাঁটা হয়েছি!

তুমি জানালার গ্রিল ধরে আকাশ দেখেছো,

আমি কপাটের ওপাশ থেকে-

একমনে তোমায় দেখেছি,

দেখে দেখে, হৃদয়ের শৈল্পিকতায়

ভাবের ছবি হাজারবার এঁকেছি।


পত্র ও পল্লবের মিতালী ক্ষণে,

আমার অবশ চিন্তন

বারবার ভোঁতা হয় তোমার অনাপত্তি মনে।

আমি যতবার ভালোবাসার মিছিল নিয়ে

তোমার চৌকাঠ মাড়িয়েছি,

ততবার দ্বন্দের নিষেধাজ্ঞায়

নতুন ধারার আইন পেয়েছি,

হয়েছি হ্যামিলনের বাঁশিওয়ালা।

যে সুর তোমাকে মুগ্ধ করেছে ঠিকি,

ঘরছাড়া করতে পারেনি মোটেও।

আমি ব্যর্থ সুরেদের তামাশায়,

গীত গাই একা একাই।


তুমি পৌষের থলে থেকে

এক চিমটি মিঠা রোদ এনে দাও আমায়,

আমি রোদ খেয়ে বেঁচে থাকব।

ভালোবাসা না দাও

একবিন্দু শিশির কণা এনে দাও,

আমি কুয়াশা খেয়ে বেঁচে থাকব।

ভালোবাসা না দাও,

ম্যানগ্রোভ থেকে

একটুকরো মড়া সবুজ এনে দাও,

আমি সবুজ খেয়ে বেঁচে থাকব।

দাও অন্তত কিছু একটা দাও আমায়,

যা খেলে তোমায় ভুলে থাকব।

Post a Comment

0 Comments