আমায় চাইতে মানা
প্রিন্স রোমান পিকিউ
প্রিন্স রোমান পিকিউ
তুমি একবার চেয়ে দেখো,
আমি মাটি খুড়ে সমুদ্র বানাব
তুমি একবার চেয়ে দেখো,
আমি জল কেটে মহাসড়ক বানাব
তুমি একবার চেয়ে দেখো,
আমি ভালোবাসার ফেস্টুনে ভাসিয়ে দেবো রাজপথ
আমি ফ্রান্স থেকে প্যারিসের টাওয়ার উপড়ে আনব
তুমি একবার চেয়ে দেখো
আমি আকাশের নীল উপড়ে আনব মাটিতে।
যতবার চাও উজান হবো ভাটিতে।
আমি যৌবন ঢেলে
ঠেলে ঠেলে জোয়ান বানাবো বৃদ্ধটাকে!
চেয়ে দেখো একবার
আমি কোটিবার বারবার মরে যাব।
অলস বৃক্ষে তাজা সবুজ গুঁজে গুঁজে সাজিয়ে দেব।
তুমি চাইলে জুলুমের দরজায় কুলুপ আঁটব।
চাইলেই শাসনের অবসানে ব্যারিকেড হবো!
তুমি যা যা চাইবে সব দেবো,
পুরোটা থেকে সবটাই দিয়ে দেবো,
শুধু আমায় চেয়ো না।
আমি তোমার ছলাকলায়-
বহু আগেই হারিয়ে গেছি।
~প্রিন্স রোমান পিকিউ~
0 Comments