থমাক থমাক জলনূপুর || প্রিন্স রোমান পিকিউ এর কবিতা

থমাক থমাক জলনূপুর || প্রিন্স রোমান পিকিউ এর কবিতা
প্রিন্স রোমান পিকিউ


থমাক থমাক জলনূপুর
প্রিন্স রোমান পিকিউ


তোমায় একটা জলনূপুর গড়িয়ে দেব,
তুমি থমাক থমাক শব্দে,
এঘর ওঘর হাঁটাচলা করবে।

ঐ জলের শব্দটা আমার খুব প্রিয়,
শব্দটাও প্রিয়, তুমিও প্রিয়,
প্রিয়তে প্রিয়তে জোড়াজুড়ি!
অল্প হোক, তবু স্বপ্ন হোক
খুব ক্ষুদ্রাকারে হলেও,
আমার স্বল্প স্বপ্ন পূরণ হোক।

জানো কি?
যখন আমার শৈশব তখন।
শৈশবে যখন মেদেনীর হাঁটুজলে,
হাত পা দুলে দুলে খেলতাম
তখন থেকেই-
থমাক থমাক শব্দের প্রেমিক আমি।
ঐ সেই শব্দই আমাকে লোভী বানিয়েছে,
যে লোভ হলে-
মানুষে ভালোবাসার কামনা জাগে।
যে লোভ সামলাতে না পেরে,
মানুষ প্রেমে পড়ে!

আমি সেই-
থমাক থমাক জলনূপুরের প্রেমিক!

~প্রিন্স রোমান পিকিউ~

Post a Comment

0 Comments