আলেয়ার ফিঁকে রুপ || প্রিন্স রোমান পিকিউ এর কবিতা

প্রিন্স রোমান পিকিউ

আলেয়ার ফিঁকে রুপ
প্রিন্স রোমান পিকিউ


মিটমিটে আলোর বাইরে পৃথিবীটা ঘোর কালো,
আলোর রং, কালোর রং, এখানেই সংকলন।
আমি না বুঝি লালনীল, না বুঝি সে রং,
জংধরা এ শহররে অবয়ব ভুলে
বুড়িগঙ্গার গন্ধ আর রুপ দেখি।
তুমুল ময়লায়, জমে থাকা কয়লার
রুপ জানা আছে আমার, দেখা হয় নাই।
আমি প্রান্তিক চিলেকোঠার প্রাচীর দেখেছি,
ভিতরের নোংরা যৌনতা দেখি নাই।
আমি জানি আলোর বাইরে কি হয়,
তাই কালোর কোনো রং খুঁজি নাই।

~প্রিন্স রোমান পিকিউ~

Post a Comment

0 Comments