শেষ হয়েছে ‘পলিশম্যান’ নাটকের শুটিং। প্রিন্স রোমান পিকিউর রচনা ও পরিচালনায় নাটকটিতে মিরাক্কেল খ্যাত সাইদুর রহমান পাভেলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অলংকার চৌধুরী। উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যধারণ হয়।
![]() |
| পলিশম্যান নাটকের দৃশ্যে পাভেল ও অলংকার |
পলিশম্যানের প্রেক্ষাপট সম্পর্কে জানতে চাইলে এর রচয়িতা ও নির্মাতা প্রিন্স রোমান পিকিউ জানান, ‘যদিও এটি ফ্যান্টাসিনির্ভর একটি গল্প, কিন্তু কল্পনার সঙ্গে বাস্তব জীবনের একটা সুন্দর মেলবন্ধন আছে! পাশাপাশি এটি একটি মিষ্টি প্রেমের গল্প। মানুষ হাসবে, উপভোগ করবে, আবার কাঁদবেও।’
![]() |
| নির্মাতা প্রিন্স রোমান পিকিউ ও অভিনেত্রী অলংকার চৌধুরী |
একক নাটক পলিশম্যানে আরও অভিনয় করেছেন হারুন রশিদ বান্টি, ইমরান আজান, শাফিজ মামুন, শশি আফরোজা, পিন্টু আকঞ্জি, নেয়ামত রহমানসহ অনেকেই। নাটকটি আজ বিকাল ৩টায়, ডাংগুলি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
![]() |
| নির্মাতা প্রিন্স রোমান পিকিউ ও অভিনেতা সাইদুর রহমান পাভেল |
উল্লেখ্য, একই ইউটিউব চ্যানেলে প্রিন্স রোমান পিকিউর রচনা ও পরিচালনায় পাভেল ও লামিমা লাম অভিনীত ‘ময়না কথা কয় না’ নাটকটি বেশ প্রশংসিত হয়; যা ছিল পাভেল ও প্রিন্স জুটির প্রথম কাজ। এখন পর্যন্ত নাটকটি প্রায় ১৫ লাখ মানুষ দেখেছে।
![]() |
| পলিশম্যান নাটকের পোষ্টার |

.jpeg)


0 Comments