আসছে প্রিন্স রোমান পিকিউ এর নতুন নাটক রানার কলি

প্রিন্স রোমান পিকিউ এর নাটক "রানার কলি"

শামীম হাসান সরকার ও লামিমা লাম'কে নিয়ে প্রিন্স রোমান পিকিউ নির্মাণ করেছেন "রানার কলি" শিরোনামের একটি নতুন নাটক। সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাণের পাশাপাশি নাটকটির গল্প ও চিত্রনাট্যও করেছেন পিকিউ নিজেই।

রানার কলি নাটকের পোষ্টার

নির্মাতা প্রিন্স রোমান পিকিউ জানান "আমার খুব পছন্দের একটি গল্প, আমি ব্যক্তিগতভাবে গল্পের কাজ করতেই বেশী স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার প্রযোজক, মিনারা ফিল্ম এর কর্ণধার জিসান সুলতানুজ জামান ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ, তিনি আমাকে একটি ঠিকঠাক গল্প বলার সুযোগ দিয়েছেন। তার সাথে আমার পূর্বের অভিজ্ঞতা খুবই ভালো। আমাদের "বাটপার স্কয়ার" এবং "টাকা দিলে সার্ভিস ফ্রি" নাটক দুটিও বেশ ভালোই গিয়েছিল, দর্শক নাটক দুটি পছন্দও করেছিল। আশা করছি "রানার কলি" কাজটিও সবাই পছন্দ করবে।

শামীম হাসান সরকার এবং লামিমা লাম ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন শেলি আহসান, হারুন রশীদ বানটি, আশরাফুল আলম সোহাগ, হান্নান শেলি, ইমরান আজান-সহ আরও অনেকই।

উল্লেখ্য "রানার কলি" নাটকে অভিনয়ের মাধ্যমেই শামীম হাসান সরকার ও লামিমা লাম-কে প্রথমবার জুটি হিসেবে দেখতে পাবে দর্শক।

নাটকটি শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে এবং তারপরই অবমুক্ত হবে মিনারা ফিল্ম এর ইউটিউব চ্যানেলে।

Post a Comment

0 Comments