প্রিন্স রোমান পিকিউ বাংলাদেশী নির্মাতা ও কবি। "জলেনীলে পক্ষপাত" তাঁর প্রথম কাব্যগ্রন্থ। বেশকিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে দেশ বিদেশের বিভিন্ন সম্মাননাও পেয়েছেন তিনি। অসংখ্য টিভি নাটক এবং বিজ্ঞাপনচিত্রে স্বনামধন্য নির্মাতাদের সহকারী হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। নির্মাতা সালাহউদ্দিন লাভলু, তপু খান, জাকারিয়া সৌখীন, সামির আহমেদ, এম আই জুয়েল-সহ, আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত পরিচালক এম এইচ এম মুবাসশির'ও আছেন সেই তালিকায়। প্রিন্স রোমান পিকিউ'এর আসল নাম "মোঃ আসাদুজ্জামান প্রিন্স"।

সাথেই থাকুন !